How to build an eCommerce website easily

বর্তমান সময়ে অনলাইনে শপিং বা কেনাকাটার জন্য eCommerce website বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সহজ মাধ্যম । অন্যান্য দেশের মত বাংলাদেশেও online এ কেনাকাটার জন্যে তৈরি হচ্ছে বিভিন্ন website এবং Facebook fan page । eCommerce ব্যবসায়ে ওয়েবসাইট একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ অংশ । আমাদের মাঝে অনেক উদ্যোক্তা রয়েছেন যাদের কোন নিজস্ব ওয়েবসাইট নেই শুধু Facebook fan page কিংবা যেকোনো মাল্টিভেণ্ডার ওয়েবসাইট এর মাধ্যমে ব্যাবসা করছেন ।

আমাকে অনেকেই ই-মেইল বা ফোনে কল করে জানতে চায় যে, অল্প বাজেটে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় কিনা? কিংবা নিজের ই-কমার্স ওয়েবসাইট নিজেই তৈরি এবং পরিচালনা করতে কি কি স্কিল থাকা প্রয়োজন অথবা আদৌ তা সম্ভব কিনা? তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি । যা থেকে আপনি সহজে এবং স্বল্প বাজেটে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন ।

বাজেট অল্প হলেও কিছু ক্ষেত্রেতো একটু টাকা খরচ করতেই হবে যেমন Domain, Hosting etc. আপনার eCommerce সাইট তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেগুলো হল:

  • একটি Domain Name.
  • Domain টির জন্য নির্ধারিত Hosting.
  • একটি Magento ready template বা Theme এবং
  • একজন ওয়েব ডেভেলপারের সামান্য সাহায্য নিতে হবে ।

বাঁকি কাজ গুলো ভিডিওতে দেখিয়েছি । আপনাদের কাজটি করতে কোন সমস্যা হলে কিংবা কোন প্রশ্ন থাকলে তা নিচের কমেন্ট বক্সে করতে পারেন । আমি সমাধান দিতে চেষ্টা করব ।