বর্তমান সময়ে অনলাইনে শপিং বা কেনাকাটার জন্য eCommerce website বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সহজ মাধ্যম । অন্যান্য দেশের মত বাংলাদেশেও online এ কেনাকাটার জন্যে তৈরি হচ্ছে বিভিন্ন website এবং Facebook fan page । eCommerce ব্যবসায়ে ওয়েবসাইট একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ অংশ । আমাদের মাঝে অনেক উদ্যোক্তা রয়েছেন যাদের কোন নিজস্ব ওয়েবসাইট নেই শুধু Facebook fan page কিংবা যেকোনো মাল্টিভেণ্ডার ওয়েবসাইট এর মাধ্যমে ব্যাবসা করছেন ।
আমাকে অনেকেই ই-মেইল বা ফোনে কল করে জানতে চায় যে, অল্প বাজেটে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় কিনা? কিংবা নিজের ই-কমার্স ওয়েবসাইট নিজেই তৈরি এবং পরিচালনা করতে কি কি স্কিল থাকা প্রয়োজন অথবা আদৌ তা সম্ভব কিনা? তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি । যা থেকে আপনি সহজে এবং স্বল্প বাজেটে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন ।
বাজেট অল্প হলেও কিছু ক্ষেত্রেতো একটু টাকা খরচ করতেই হবে যেমন Domain, Hosting etc. আপনার eCommerce সাইট তৈরি করার জন্য যা যা প্রয়োজন সেগুলো হল:
- একটি Domain Name.
- Domain টির জন্য নির্ধারিত Hosting.
- একটি Magento ready template বা Theme এবং
- একজন ওয়েব ডেভেলপারের সামান্য সাহায্য নিতে হবে ।
বাঁকি কাজ গুলো ভিডিওতে দেখিয়েছি । আপনাদের কাজটি করতে কোন সমস্যা হলে কিংবা কোন প্রশ্ন থাকলে তা নিচের কমেন্ট বক্সে করতে পারেন । আমি সমাধান দিতে চেষ্টা করব ।
akta magento theam develop korte costing ta kamon hobe, I means Developer ke koto tk payment dite hobe,,aktu janaben please
Hello brother,
Thanks for your interest. Theme development cost will depend on custom design. Will you provide PSD design for that Magento theme?
vaiya apni je magento theme ta use korecn..eta ki free?? or paid??
Ata paid theme bro.
theme tar nam ki?
That theme name is “The Market” by themevast.